গাজীপুর সিটি নির্বাচনইভিএমে ধীরগতি, লম্বা হচ্ছে ভোটারের লাইন

Share Now..


দুপুর গড়িয়ে বিকেল হলেও এখনও ভোটারদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের কেন্দ্রগুলোতে। তবে কয়েকটি কেন্দ্রে ইভিএমে ধীরগতি খবর পাওয়া গেছে। যার কারণে লম্বা হচ্ছে ভোটারের লাইন।

ভোটারদের ব্যাপক সমাগম ঘটলেও দুপুর ১টা পর্যন্ত কোনো কেন্দ্রে সংঘর্ষের খবর পাওয়া যায়নি। কোনো প্রার্থী নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তেমন কোনো অভিযোগও করেননি।

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট শুরু হয়েছে বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮ টায়। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকেই ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দিচ্ছেন তারা।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মোট ৪৮০টি ভোটকেন্দ্র রয়েছে। নির্বাচনে মেয়র পদে ৮ জন, সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৭৯ জন এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে ২৪৬ জনসহ মোট ৩৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খান নৌকা, স্বতন্ত্র জায়েদা খাতুন টেবিলঘড়ি, সরকার শাহানুর ইসলাম রনি হাতি, হারুন অর রশিদ ঘোড়া, গণফ্রন্টের আতিকুল ইসলাম মাছ, জাপার এম এম নিয়াজ উদ্দিন লাঙ্গল, ইসলামী আন্দোলনের গাজী আতাউর রহমান হাতপাখা, জাকের পার্টির রাজু আহম্মেদ গোলাপ ফুল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোটের পরিস্থিতি তুলে ধরে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, এখন পর্যন্ত ৫০টি কেন্দ্র পরিদর্শন করা হয়েছে। কোনো কেন্দ্রে কোনো ভোটার ভোট না দিয়ে ফেরত গেছে এমন ঘটনা নেই। ভোটাররা উৎসবের মতো স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে সুশৃঙ্খলভাবে ভোট দিচ্ছেন। কোথাও আইনশৃঙ্খলা অবনতির অভিযোগ দেননি কোনো প্রার্থী।

জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, সুষ্ঠু ও উৎসবমুখরভাবে ভোট হচ্ছে। ভোটারের উপস্থিতিতো দেখতেই পাচ্ছেন। কোনো সহিংসতা নেই। মূল কথা, যার ভোট সে দিচ্ছেন। আগেতো বলতো একজনের ভোট আরেকজন দিচ্ছে। কেউ ভোট দিতে পারেননি এমন একটি অভিযোগও পাইনি। তবে ইভিএম নতুন তাই একটু সময় লাগছে। নির্ধারিত সময়ের পর ভোট দেওয়া বাকি থাকলে এই বিষয়ে পরে সিদ্ধান্ত হবে।

জিএমপি কমিশনার মোল্লা নজরুল ইসলাম কাজী আজিম উদ্দিন কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, এ পর্যন্ত যা দেখছি, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। আমরা নির্বাচন কমিশনের বিধি মোতাবেক অনুযায়ী কাজ করছি। ভালো একটা নির্বাচন চলছে। ভোট শেষে দেশবাসী সন্তুষ্ট হবেন।

One thought on “গাজীপুর সিটি নির্বাচনইভিএমে ধীরগতি, লম্বা হচ্ছে ভোটারের লাইন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *