চুয়াডাঙ্গা জীবননগর সাংবাদিকদের সঙ্গে জামায়াত ইসলামের মতবিনিময়

Share Now..

\ জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি \
চুয়াডাঙ্গার জীবননগরে সাংবাদিকদের সঙ্গে জেলা জামায়াত ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ আগস্ট) বিকাল ৫টার সময় হোটেল থ্রী স্টারের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে মতবিনিময় সভায় উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা সাজেদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার আমির এ্যাড. রুহুল আমিন। উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি সাবেক ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াত ইসলামীর জেলা সেক্রেটারি এ্যাড. আসাদুজ্জামান, সহকারী সেক্রেটারি এ্যাড. মাসুদ পারভেজ রাসেল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মাওলানা ইসরাইল হোসেন, জেলা জামায়াত ইসলামীর প্রচার সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, জেলা জামায়াত ইসলামীর প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হক মাষ্টার, তালিমুল কুরআন বিভাগের পরিচালক মাওলানা মহিউদ্দিন, উপজেলা জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি হাফেজ বিল্লাল হোসেন, পৌর আমির হাফেজ ফিরোজ হোসেন প্রমূখ। এসময় অনুষ্ঠানে সাংবাদিকের পক্ষে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান বাবু, সাধারণ সম্পাদক কাজী সামসুর রহমান চন্ঞ্চলসহ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিক হলো জাতির বিবেক। বৈষম্যহীন সমাজ গঠনে সাংবাদিক সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমাদের সবাইকে সাদাকে সাদা আর কালোকে কালো বলতে হবে। তিনি সাংবাদিক সমাজকে সত্য ন্যায়ের পথে অবিচল থেকে সঠিক খবর দেশবাসীর সামনে তুলে ধরতে আহবান জানান।

One thought on “চুয়াডাঙ্গা জীবননগর সাংবাদিকদের সঙ্গে জামায়াত ইসলামের মতবিনিময়

  • August 19, 2024 at 2:24 pm
    Permalink

    I’ve been browsing online mоre than three hours today, yet I neveг found aany interesting article
    like yours. It is petty worth enokugh for me.
    In my view, if alll site owners and bⅼoցgers made good content аs yyou did,
    the web will be much more usefսl than еver before.

    Feel free to visit my blog … nagaliga

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *