হরিণাকুণ্ডুতে বাল্য বিবাহ পন্ড করলো ইউএনও(ভারপ্রাপ্ত) সেলিম আহমেদ

Share Now..

হরিণাকুণ্ডু প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভায়না ইউনিয়নের তৈলটুপি গ্রামে বাল্যবিবাহ পন্ডকরে দিলো উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ। রবিবার বিকালে তৈলটুপি প্রাথমিক বিদ্যালয়ের পার্শে তিনি দশম শ্রেণীতে পড়ুয়া মেয়ের পিতা সিরাজ উদ্দীন কে তার নাবালিকা বিয়ে দেওয়ার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালোনা করে পনের হাজার(১৫০০০/-)টাকা জরিমানা করেন।এছাড়াও মেয়ে সাবালিকা না হওয়া পর্যন্ত বিবাহ দেবেনা মর্মে মুচলেকা নেওয়া হয় পিতা সিরাজ উদ্দীনের কাছথেকে।হরিণাকুণ্ডুতে উপজেলা প্রশাসন বাল্যবিবাহ রোধে সচেতনতা মূলক বিভিন্ন সভা করার পাশাপাশি অইনের আওতায় এনে কারাদণ্ড ও জরিমান অব্যহত রেখেছে। এসময় ভারপ্রাপ্ত ইউএনও সেলিম আহমেদ ঐ স্থানে উপস্থিত বিভিন্ন শ্রেণীপেশার মানুষদের তাদের নাবালিকা মেয়েদের লেখাপড়া বন্ধকরে বাল্যবিবাহ দেওয়া থেকে বিরত থাকতে আহব্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *