চুয়াডাঙ্গা পরিবারের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ অনুষ্ঠানে এমপি পুত্র মুনতাসির আজগার \ বৃক্ষরোপণ ও পরিচর্যার মাধ্যমে আগামী দিনে সবুজ চুয়াডাঙ্গা গড়তে হবে

Share Now..

\ হিজলগাড়ী প্রতিনিধি \
সামাজিক যোগাযোগ মাধ্যমে চুয়াডাঙ্গা জেলা ভিত্তিক জনপ্রিয় গ্রæপ ও পেজ চুয়াডাঙ্গা পরিবারের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগরের একমাত্র পুত্র ও ২০২৪ খড়পধষ ঙৎমধহরংধঃরড়হ ঔঈও ইধহমষধফবংয এর সভাপতি মুনতাসির আজগার আকাশ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। স্মার্ট বাংলাদেশ মানে প্রযুক্তির সাথে প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক উন্নয়ন। পরিবেশ যদি নষ্ট হয়ে যায় স্মার্ট বাংলাদেশ বানানো অসম্ভব হবে তাই প্রধানমন্ত্রীর সুদুর প্রসারিত পরিকল্পনায় বাংলাদেশের জলবায়ু ও পরিবেশ সবার আগে প্রাধান্য পেয়েছে। তিনি পরিবেশবান্ধব বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবয়ন করছেন। তিনি আরো বলেন, চুয়াডাঙ্গা জেলা নিয়ে আমার কিছু স্পেশাল আইডিয়া আছে, যা সকলকে সাথে নিয়ে বাস্তবায়ন করার চেষ্টা করবো। বৃক্ষরোপণ ও পরিচর্যার মাধ্যমে আগামীতে একটি সবুজ চুয়াডাঙ্গা গড়ার জন্য চুয়াডাঙ্গা পরিবারের এমন উদ্যোগের সাথে থাকার আশ্বাস প্রদান করেন। শুক্রবার (১২ জুলাই) দুপুর ৩ টায় ঐতিহাসিক গড়াইটুপি মেটেরী মেলার মাঠে চুয়াডাঙ্গা পরিবারের প্রধান পরিচালক জনাব আরিফ তরফদার এর সভাপতিত্বতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন তিতুদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুকুর আলী, গড়াইটুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুর রহমান রাজু, যশোর বাঘারপাড়া খবির উর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ মজিবর রহমান, ভালবাসার বন্ধন দর্শনার সভাপতি রাসেল আহমেদ শাওন, বড়শলুয়া নিউ মডেল ডিগ্রী কলেজের প্রভাষক মুকিত জোয়ার্দ্দার, সরাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফতরুজ্জামান, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহমেদ রিংকু। এছাড়াও উপস্থিত ছিলেন হিজলগাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লাবলুর রহমান, সহ সভাপতি আব্দুস সেলিম, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, চুয়াডাঙ্গা পরিবারের পরিচালক জহিরুল ইসলাম জনি, আলমগীর হোসেন, দেলোয়ার হোসেন, সোহেল রানা, শরিফ, আসাদুজ্জামান রুবেল, সাংবাদিক সাইদুর রহমান, আমিনুল ইসলাম, জুনাইদ আহমেদ সান্নিধ্য প্রমুখ। আলোচনা ও অতিথিবৃন্দ মেলার মাঠের রাস্তার পাশে ৪টি কৃষ্ণচোরা গাছ রোপণ করেন। এছাড়া অনুষ্ঠানে আগত সকলের মাঝে বিভিন্ন প্রজাতির কয়েকশত বৃক্ষ বিতরণ করেন। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা পরিবারের প্রতিষ্ঠাতা সাংবাদিক আরিফ হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *