চুয়াডাঙ্গায় ৭০০ পিস বুপেনরফেইন ইনজেকশনসহ কারবারি গ্রেফতার

Share Now..

চুয়াডাঙ্গা প্রতি‌নি‌ধি:
চুয়াডাঙ্গার দামুড়হুদা থেকে ৭০০ (এ্যাম্পল) পিচ বুপেনরফেইন ইনজেকশনসহ
মোজাম্মেল হক (৪৫) নামে একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
শ‌নিবার (২৭ আগস্ট) দিবাগত রাত ৮টার দিকে দামুড়হুদা উপজেলার জয়রামপুর
রেলওয়ে স্টেশনের সামনে মসজিদ মার্কেট থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি মোজাম্মেল হক উপজেলার জয়রামপুর মালিথাপাড়ার মৃত আক্কাস
আলীর ছেলে।

চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল্লাহ আল
মামুন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের
সদস্যদের নিয়ে শ‌নিবার রাতে জেলার দামুড়হুদা উপজেলার জয়রামপুর রেলওয়ে
স্টেশন এলাকায় অভিযান চালিয়ে বিক্রয় নিষিদ্ধ ভারতীয় বুপেনরফেইন ইনজেকশন
বিক্রিয়কালে হাতেনাতে মোজাম্মেলকে আটক করে।

তিনি আরও জানান, পরে তার কাছ থেকে সাতশ পিস বুপেনরফেইন ইনজেকশন উদ্ধারসহ
গ্রেফতার করা হয়। এ সময় লাবনী খাতুন নামের আরও একজন মাদক কারবারি পালিয়ে
যান।
গ্রেফতারকৃতকে রাতেই দামুড়হুদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত
মামলাসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়ে‌ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *