চৌগাছায় নেশার টাকা না পেয়ে মায়ের সাথে ঝগড়ায় জড়িয়ে কোরআনে আগুন
\ চৌগাছা প্রতিনিধি \
যশোরের চৌগাছায় এক মাদকাসক্ত ও ভবঘুরে মায়ের সাথে ঝগড়া করে ঘরে থাকা কোরআন শরিফে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগে পুলিশ আটক করেছে। আটক মাদকাসক্ত মাসুদ হোসেন (২৪) উপজেলার পাতিবিলা ইউনিয়নের বড় নিয়ামতপুর গ্রামের মৃত আঃ রশিদের ছেলে। বৃহস্পতিবার (১০ অক্টোবার) সকালে নিজ বাড়িতে এই ঘটানটি ঘটে। থানা ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, মাসুদ হোসেন পূর্ব পেশায় একজন ট্রাক চালক ছিল। এই সময় সে মাদকে আসক্ত হয়ে পড়ে। পরে ট্রাক চালকের পেশা পরিবর্তন করে ব্যাটারী চালিত ভ্যান কিনে নিজ এলাকায় চালাতে থাকে। কিছু দিন পর সেই ভ্যানটিও বিক্রি করে দেয় শুধু মাদক সেবনের কারনে। মাদকাসক্ত হওয়ার ফলে তার চলাফেরা অনেকটাই অস্বাভাবিক হয়ে যায়, একসময় ভবঘুরে জীবন যাপন করতে থাকে। বৃহস্পতিবার সকালে মাদকের টাকা চাওয়া নিয়ে মায়ের সাথে ঝগড়ায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে ঘরে থাকা কোরআন শরিফ উঠানে নিয়ে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয় মাসুদ হোসেন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থালে উপস্থিত হয়ে অভিযুক্ত মাসুদকে গ্রেফতার করেন। সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুল ইসলাম বলেন, নেশার টাকা জোগাড় করতে না পেরে মায়ের কাছে টাকা চাওয়া নিয়ে ঝগড়ায় জড়িয়ে পড়ে এমনকি একপর্যায়ে সে তার মাকে মারধর করে। এসময় তার মা বলেন, আল্লাহ তোর এমন আচারণ সহ্য করবে না এমন কথা বলা মাত্রই ঘরে থাকা কোরআন শরিফ বাইরে এনে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। চৌগাছা থানার ওসি তদন্ত জেল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্মীয় অনুভুতিতে আঘাত করার অপরাধে এবং মায়ের সাথে খারাপ ব্যবহার করায় তার বিরুদ্ধে মামলা হয়েছে, এদিন বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে তাকে প্রেরণ করা হয়েছে।