জুলাইয়ের বিপ্লবকে কোনভাবেই বিপথগামী বা বিভাজন করা যাবে না: ড. মাহমুদুর রহমান

Share Now..

\ ইবি প্রতিনিধি, কুষ্টিয়া \
দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেন, জুলাইয়ের এই বিপ্লবকে কোনভাবেই বিপথগামী বা বিভাজন করা যাবে না। তার জন্য বর্তমান অন্তর্বতীকালীন সরকারকে সর্বাত্মক সহযোগীতা করে টিকিয়ে রাখার দায়িত্ব আমাদেরই পালন করে যেতে হবে। তবে বর্তমান সরকার এখন পর্যন্ত ছাত্রলীগ ও আওয়ামীলীগের বিরুদ্ধে অর্থবহ কোন পদক্ষেপ নেয়নি। এরজন্য এই সরকারের দুর্বলতাও তুলে ধরতে হবে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর ১২টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) করিডোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই মতবিনিময় সভা আয়োজন করে। ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে তিনি বলেন, ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার জন্য আমি সাত দিনের সময় দিয়েছিলাম। আগামী রোববার সেই সময় শেষ হবে। রোববারের মধ্যে যদি ছাত্রলীগকে নিষিদ্ধ করা না হয় তাহলে সোমবার থেকে আমার দাবির সমর্থনে আপনারা এখানে আন্দোলন শুরু করবেন। নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। আমি ঢাকায় মাঠে থাকবো। আপনারা এখানে মাঠে থাকবেন। বাংলাদেশের একমাত্র জঙ্গী সংগঠন হলো এই ছাত্রলীগ। আওয়ামী লীগ থেকে মুক্তি পেতে হলে আগে ছাত্রলীগ নামক সন্ত্রাসীদের থেকে মুক্তি পেতে হবে। আগে ছাত্রলীগকে দিয়ে শুরু করি পরে আওয়ামীলীগকে ধরবো।
তিনি আরও বলেন, আগামী সোমবার থেকে ছাত্রলীগকে অতিদ্রæত নিষিদ্ধ করার আন্দোলন শুরু করে দিবেন। ফ্যাসিবাদী আওয়ামীদের থেকে মুক্তি পেতে হলে আগে ছাত্রলীগ নামক জঙ্গী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। আমাদের ইতিহাস আমাদেরকেই রচনা করতে হবে। ৭১ বছর বয়সেও আমি ভারতীয় হেজেমনির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছি। এর জন্য শহীদ আবরার জীবন দিয়েছে। আমাদের এই লড়াই অব্যাহত রাখতে হবে। এ সময় জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও আমার দেশ পত্রিকার নগর সম্পাদক এম. আব্দুল্লাহ, এবি পার্টির আহŸায়ক অধ্যাপক ড. মেজর আব্দুল ওয়াহাব মিনার, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইটসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

2 thoughts on “জুলাইয়ের বিপ্লবকে কোনভাবেই বিপথগামী বা বিভাজন করা যাবে না: ড. মাহমুদুর রহমান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *