ঝিকরগাছার কুখ্যাত মাদক ব্যবসায়ী রেজাকে গ্রেফতার করলেন এস.আই মেজবাহুর রহমান
ঝিকরগাছা প্রতিনিধিঃ
যশোরের ঝিকরগাছা উপজেলার মধ্যে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ রেজাউল ইসলাম রেজা (৪০) কে ১২০পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করলেন এস.আই (নিঃ) মোঃ মেজবাহুর রহমান। সে মনোহরপুর গ্রামের মোঃ আনিছুর রহমানের ছেলে।
থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানান, থানা পুলিশের বিশেষ অভিযানে থানা পুলিশের এস.আই (নিঃ) মোঃ মেজবাহুর রহমান ও তার সঙ্গীয় অফিসার ফোর্সদের থানা এলাকায় মাদক উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করাকালীন ১২ এপ্রিল দুপুর ২.৫০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে থানাধীন মনোহরপুর গ্রামস্থ জনৈক মোঃ আকবর আলী’র বসত বাড়ীর উঠান সংলগ্ন পুকুরপাড় হইতে একাধিক মামলার আসামী মোঃ রেজাউল ইসলাম রেজাকে ১২০পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১০ (ক)/৪১ ধারায় মামলা হয়েছে। মামলা নং-০৬, তাং ১২/০৪/২০২২ইং। আসামীকে বুধবার (১৩এপ্রিল) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য, কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ রেজাউল ইসলাম রেজার বিরুদ্ধে পূর্বে ৩থানায় ৯টি মামলা রয়েছে। মামলা গুলো হল, ঝিকরগাছা থানার এফআইআর’র ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২টি ও ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৫টি, কোতয়ালী থানার এফআইআর’র ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১টি এবং চৌগাছা থানার এফআইআর’র ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ১টি।