ঝিকরগাছায় তিন দোকানের তালা ভেঙ্গে এক দোকানে চুরী : নৈশপ্রহরী নিহত

Share Now..

ঝিকরগাছা প্রতিনিধিঃ

যশোরের ঝিকরগাছা বাজারের রাজাপট্টিতে তিন দোকানের তালা ভেঙ্গে এক দোকানে চুরী ও বাজারের নৈশপ্রহরী আব্দুস সামাদ (৭০) নিহত হয়েছে। রবিবারের প্রথম প্রহরের রাত ১টা থেকে ৩টার মধ্যে এমন ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা ধারণা করেছেন।
ঘটনা সূত্রে জানা যায়, শনিবার দোকানদারী করে দোকানীরা রাতে তাদের দোকান বন্ধ করে বাড়িতে যায়। রবিবারের প্রথম প্রহরের রাত ১টা পরে বেশকিছু মুখোশধারী অজ্ঞাতনামের ব্যক্তিরা বাজারের মধ্যে প্রবেশ করে যশোর-বেনাপোল মহাসড়কের রাজাপট্টিতে থাকা ৪জন নৈশপ্রহরী কৃষ্ণনগর গ্রামের সুকুমার বিশ্বাস (৬০), ইউসুফ আলী নেদা (৬০), বেড়েলা গ্রামের আব্দুস সামাদ (৭০), পদ্মপুকুর চাপাতলা গ্রামের কামাল হোসেন (৪০) কে ধরে মুখের ভিতর গামছা দিয়ে মুখের উপর কসটেপ পেচিয়ে ও হাত-পায়ে বেধে সফির হোটেলের সামনে নিয়ে ফেলে রাখে। পরবর্তীতে অজ্ঞাতনামের ব্যক্তিরা শাওন ফর্নিসার ও সানভিকা এন্টারপ্রাইজের তালা ভেঙ্গে দোকানের ভিতরে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে ঝিকরগাছা অটো ইলেকট্রিক্যাল ওয়ার্কশপের মধ্যে প্রবেশ করে সর্বমোট ২লক্ষ ৩হাজার টাকার ব্যাটারী চুরী হয়েছে বলে দোকানী খাইরুল ইসলাম জানানা। ঘটনার বিষয় থানা পুলিশ জানতে পেরে তাৎক্ষনিক ঘটনা স্থলে এসে নৈশপ্রহরীদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে ৩জন নৈশপ্রহরী ভালো থাকলেও কতব্যরত ডাক্তরা বেড়েলা গ্রামের আব্দুস সামাদকে মৃত ঘোষনা করেন। ঘটনার বিষয়ে থানা পুলিশ, পিআইবি, র‌্যাব-৬ সহ একাধিক টিম সকালে ঘটনাস্থলে এসে তথ্য সংগ্রহ করতে দেখা যায়।
থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানান, ঘটনার বিষয়ে জানতে পেরে তাৎক্ষনিক আমাদের জরুরী টিম ঘটনাস্থলে উপস্থিত হন। বর্তমানের আমাদের একাধিক টিম এই চক্রটিকে, চিহ্নিত করে গ্রেফতারের প্রচেষ্টায় অবাহত রয়েছে। আশাকরি দ্রুত তাদেরকে সনাক্ত করে আমার আইনের আওতায় আনতে সক্ষম হবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *