ঝিনাইদহের কালীচরণপুর ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষনা
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের ২০২৩-২৪ অর্থ বছরে নতুন কর আরোপ ছাড়াই ৯৪ লাখ ৮০ হাজার ২’শ ৫৫ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এ বাজেট ঘোষণা করেন।
উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে ইউপি সচিব আমিনুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোদা”েছর হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল লতিফ, উত্তরকাস্টসাগরা দাখিল মাদ্রাসার সুপার লিয়াকত হোসেন, শৈলজানাথ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাসিমা খাতুন, আওয়ামী লীগ নেতা শামসুল ইসলাম, সুলতান বিশ^াস, জয়নাল আবেদিন, যুবলীগ নেতা তুহিন বিশ^াস, ছাত্রলীগ নেতা মেহেদি হাসান রানাসহ নানা শ্রেণী পেশার মানুষ উপ¯ি’ত ছিলেন। বাজেট সভা শেষে নতুন অর্থবছরের বাজেট ঘোষনা করেন ইউপি চেয়ারম্যান।