ঝিনাইদহে ড্রাইভিং লাইসেন্স বায়োমেট্রিক পদ্ধতি কার্যক্রমের উদ্বোধন

Share Now..


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি, স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বিআরটিএ ঝিনাইদহের উদ্দোগে একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক পদ্ধতি কার্যক্রমের উদ্ভোধন করা হয়। মঙ্গলবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ অনুষ্ঠানের উদ্ভোধন করেন জেলা প্রশাসক মনিরা বেগম। এসসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রথিন্দ্রনাথ রায়, সালমা সেলিম, আরিফুল ইসলাম, বিআরটিএর সহকারী পরিচালক আতিয়ার রহমান, মেডিকেল আফিসার ডা, মেহেদী হাসান, বিআরটিএর পরির্দশক এস এম সবুজ, ট্রাফিক ইন্সপেক্টর মশিউর রহমানসহ অন্যানরা। এসময় বক্তারা বলেন, বায়োমেট্রিক পদ্ধতি গ্রহন করায় ড্রাইভিং লাইসেন্স পেতে সাধারণ মানুষকে আর ভোগান্তি পোহাতে হবেনা। এক দিনেই ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দেওয়া ও গ্রহন করা যাবে। এতে করে বিআরটিএর সকল কর্মকান্ড দুর্নীতি মুক্ত করা সম্ভব হবে মনে করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *