ঝিনাইদহ ৬’শ ৪০ গ্রাম স্বর্ণালংকারসহ একজন আটক
Share Now..
প্রতিনিধি, ঝিনাইদহ:
ঝিনাইদহে পাচারের সময় ৬’শ ৪০ গ্রাম ওজনর স্বর্ণালংকারসহ ১ জনকে আটক করেছে গয়েদা পুলিশ। আজ (২৬আগস্ট) সকাল ঝিনাইদহ সদর উপজলার সাধুহাটি মোড় থেকে তাকে আটক করা হয়।
ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি আনোয়ার হাসেন ঢাকা পোস্টকে জানান, চুয়াডাঙ্গা থেকে ঢাকায় স্বর্ণপাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের সাধুহাটি এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ।
এসময় চুয়াডাঙ্গা থেকে ফরিদপুরগামী সাথী এক্সপ্রেস নামের একটি বাসে তল্লাসী চালানো হয়। তল্লাসীকালে ফয়সাল নামের এক যুবককে আটক করা হয়। পরে তার দেহে তল্লাসী করে উদ্ধার করা ৬’শ ৪০ গ্রাম ওজনর স্বর্ণালংকার।
আটককৃত ফয়সালের বাড়ি কুমিল্লার চাদিনা উপজলার হাশিমপুর গ্রামে। চুয়াডাঙ্গা থেকে এই স্বর্ণালংকার ঢাকায় পাচার করা হচ্ছিলো বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ।
Hey there! Do you know if they make any plugins to assist with SEO?
I’m trying to get my site to rank for some targeted keywords but I’m not seeing very good results.
If you know of any please share. Cheers! I saw similar article here:
Warm blankets