ফ্রান্সের ম্যাকডোনাল্ডস পার্কিং লটে গুলি, নিহত ২

Share Now..

ফরাসি ভূমধ্যসাগরীয় শহর মার্সেইতে শনিবার গভীর রাতে বন্দুকধারীর গুলিতে এক নারী ও এক পুরুষ নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। খবর এএফপির।

ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম শহরের অন্যতম দরিদ্রতম অঞ্চল মার্সেইয়ের ১৬তম জেলায় স্থানীয় সময় রাত ১১ টার ঠিক আগে গোলাগুলি হয়েছিল।

শহরের প্রধান প্রসিকিউটর নিকোলাস বেসোন রোববার বলেছেন, ‘এই পাঁচ ব্যক্তি একটি ম্যাকডোনাল্ডের গাড়ি পার্কিং লটে তাদের গাড়িতে ছিলেন। তখন একটি কালাশনিকভ অ্যাসল্ট রাইফেল দিয়ে তাদের ওপর গুলি করা হলে চালক এবং সামনের যাত্রী নিহত হয়।’

পিছনে থাকা তিনজন আহত যাত্রীর মধ্যে দুজন পুরুষ এবং একজন মহিলা। এর মধ্যে দুজন গুরুতর আহত হয়েছেন।

গাড়িতে থাকা তিনজন পুরুষই দক্ষিণাঞ্চলীয় শহর টুলনের আশপাশের অঞ্চলে মাদক ব্যবসা এবং সহিংসতার সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে রেকর্ড ছিল। তবে মহিলাদের কোনও অপরাধমূলক রেকর্ড ছিল না।

পুলিশ একটি অপরাধী চক্রের অংশ হিসেবে হত্যা এবং খুনের চেষ্টার জন্য তদন্ত করছে। আহত পুরুষদের মধ্যে একজনের (২৯) গায়ে গুলি লেগেছে। তার জীবন শঙ্কটে। অন্যদিকে এক নারী তার বুড়ো আঙুল হারিয়েছেন। পিছনের তৃতীয় যাত্রী শুধু হালকা আঘাত পেয়েছেন।

পুলিশ ঘটনাস্থলে কালাশনিকভ রাইফেলে ব্যবহৃত ৭.৬২ মিলিমিটার গোলাবারুদ থেকে শেলের খোসা খুঁজে পেয়েছে। প্রসিকিউটররা বলেছেন, একটি গাড়ি সম্ভবত বন্দুকধারীদের হতে পারে। কারণ এটি ঘটনাস্থলের কাছেই পুড়িয়ে দেওয়া হয়েছে।

মার্সেইতে সাম্প্রতিক সময়ে অবৈধ মাদকের ব্যবসা সংক্রান্ত সহিংসতা বৃদ্ধি পেয়েছে। শুধু চলতি বছরেই শহরে সংশ্লিষ্ট সহিংসতায় ৪৫ জনের বেশি মানুষ নিহত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *