বোন-ভাগ্নেকে মারধরের মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

Share Now..


জমি সংক্রান্ত বিরোধের জেরে রাজিবপুর সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুসামা দেওয়ান ও তার দুই ভাইকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে রাজিবপুর থানা পুলিশ। শনিবার (৮ এপ্রিল) বিকালে ইউপি সদস্য আবুসামা ও তার ভাই আব্দুল বারীকে তাদের নিজ এলাকা উত্তর মরিচাকান্দি থেকে গ্রেপ্তার করা হয়। রাজিবপুর বাজার থেকে তার অপর ভাই হযরত আলীকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে ফৌজদারী অপরাধে মামলা রেকর্ড করে ৯ এপ্রিল ভোরে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়।জানা যায়, গত ১৩ মার্চ রাজিবপুর সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুসামা দেওয়ান তার মা রোকেয়া বেগমের কাছ থেকে জোরপূর্বক জমি লিখে নেওয়ার খবর পেয়ে বোন-ভাগ্নেরা রাজিবপুর সাব-রেজিস্ট্রার অফিসে এসে বাঁধা দিলে তাদের মারপিট করে আবুসামাসহ তার ছেলে এবং ভাইভাতিরা। প্রায় ১৫ বিঘা জমি রয়েছে তার মা রোকেয়া বেগমের নামে। ইতিপূর্বে আবুসামা এবং তার ভাইয়েরা মিলে সুকৌশলে ১০ বিঘা জমি লিখে নিয়ে সেগুলো বিক্রি করে দিয়েছে। বাকি জমিও লিখে নেওয়ার জন্য কৌশলে মাকে নিয়ে সোমবার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে যায়। বোন-ভাগ্নেরা বাধা দিলে তাদের মারপিট, রক্তাক্ত ও জখম করে তারা।

এ ঘটনায় ভাগ্নে হাসান আলী বাদী হয়ে ইউপি সদস্য আবুসামা দেওয়ানসহ চার জনের বিরুদ্ধে রাজিবপুর থানায় অভিযোগ দায়ের করে। ৮ এপ্রিল রাজিবপুর উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো স্থানীয় মাতাব্বরদের নিয়ে মীমাংসার জন্য বাদী-বিবাদীসহ বৈঠক বসেন। কাউকে তোয়াক্কা না করে বৈঠককে অবমাননা করে ইউপি সদস্য আবুসামা দেওয়ান এবং দল-বল নিয়ে আবারও মারতে যায় বোন-ভাগ্নেদের। বৈঠকে উপস্থিত সকলের সামনে স্থানীয় মাতাব্বরদের গালিগালাজ করে এবং বোন-ভাগ্নেদের প্রাণে মারার হুমকি দেয়।

রাজিবপুর থানার ওসি মোজাহারুল ইসলাম বলেন, মামলা হয়েছে। তিন জন আসামি গ্রেপ্তার করে কুড়িগ্রাম পাঠানো হয়েছে। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।

One thought on “বোন-ভাগ্নেকে মারধরের মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *