ব্যাডমিন্টনে দক্ষিণ এশিয়া বিজয়ী মোস্তাকিমকে সংবর্ধনা

Share Now..


সাউথ এশিয়া রিজিওনাল জুনিয়র ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২২ (অনুর্ধ্ব-১৫) চ্যাম্পিয়ন মোস্তাকিম হোসেনকে তার জন্মভূমি দিনাজপুরের বিরামপুরে ফুলেল সংবর্ধনা, নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।

শনিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় বিরামপুর উপজেলা প্রশাসন, বিরামপুর প্রেসক্লাব ও বিরামপুর ব্যাডমিন্টন একাডেমির উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ সংবর্ধনা প্রদান করা হয়। এর আগে ছাদ খোলা গাড়িতে করে বাংলাদেশের পতাকা উড়িয়ে মোস্তাকিমকে শহর প্রদক্ষিণ করানো হয়।

মোস্তাকিম দিনাজপুরের বিরামপুর পৌর শহরের বিরামপুর পূর্বপাড়া মহল্লার মুন্নার ছেলে।

উল্লেখ্য, ভারতে অনুষ্ঠিত অনুর্ধ্ব-১৫ সাউথ এশিয়া রিজিওনাল জুনিয়র ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন টুর্নামেন্টে গত ২৫ সেপ্টেম্বর খেলা শুরু হয় এবং ৩০ সেপ্টেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে ১০টি দেশের প্রতিযোগিরা অংশগ্রহণ করেন। শ্রীলঙ্কা, নেপাল ও ভারতকে হারিয়ে দ্বৈত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মোস্তাকিম।
সংবর্ধনা অনুষ্ঠানে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার, সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অদৈত্য কুমার অপু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিকছন চন্দ্র পাল, চরকাই ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা নিশিকান্ত মালাকার, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, বিরামপুর ব্যাডমিন্টন একাডেমির সভাপতি শাহিনুর আলম, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম বাবু, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান দুলাল, সাংগঠনিক সম্পাদক নাজমুস সাকিব সোহেল, কোষাধ্যক্ষ পারভেজ কবিরসহ সরকারী পদস্থ কর্মকর্তা ও স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

1,287 thoughts on “ব্যাডমিন্টনে দক্ষিণ এশিয়া বিজয়ী মোস্তাকিমকে সংবর্ধনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *