ভর্তিচ্ছু ও স্বজনদের মাঝে ইবি লোক প্রশাসন বিভাগের সুপেয় পানি ও স্যালাইন বিতরণ

Share Now..

\ ইবি প্রতিনিধি \
গুচ্ছের অধীনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) বেলা ১২ টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ছয়টি ভবনে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬ হাজার ৪৪২ জন। তীব্র গরমে পরীক্ষা দিতে আসা ভর্তিচ্ছু ও তাদের স্বজনদের প্রশান্তি দিতে অনন্য উদ্যোগ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ। ক্যাম্পাসের প্রধান ফটক ও মীর মশাররফ হোসেন একাডেমিক ভবন এলাকায় বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা ভর্তিচ্ছু ও তাদের স্বজনদের মাঝে খাবার স্যালাইন ও সুপেয় পানি বিতরণ করেন। এসময় বিভাগের সভাপতি অধ্যাপক ড. ফকরুল ইসলাম, অধ্যাপক ড. মোহাম্মদ জুলফিকার হোসেন ও অধ্যাপক ড. লুৎফর রহমান উপস্থিত ছিলেন। পরীক্ষা চলাকালীন তৃষ্ণার্ত শিক্ষার্থীদের জন্যে কেন্দ্রের মধ্যেও সুপেয় পানি সরবরাহ করেন তারা। তাদের এই আয়োজনে সন্তোষ প্রকাশ করেছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা। বিভাগের সভাপতি অধ্যাপক ড. ফকরুল ইসলাম বলেন, দূর-দূরান্ত থেকে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা ক্যাম্পাসে এসেছেন। এখন তীব্র তাপপ্রবাহ চলছে। এজন্য তাদের একটু প্রশান্তি দিতে সামাজিক দায়বদ্ধতার দৃষ্টিকোণ থেকে আমরা এই উদ্যোগ নিয়েছি। প্রতিটি বিভাগকে এমন উদ্যোগ গ্রহণ করা উচিত বলে মনে করি। লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. এ কে এম মতিনুর রহমান বলেন, এখন তীব্র গরম। আর তাই জনস্বার্থের কথা বিবেচনা করে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এটা আসলে খুব বড় কিছু না, মানুষের সেবার জন্যেই মুলত এই আয়োজন করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *