ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
ভারত সফরে এখনো জয়শূন্য বাংলাদেশ দল। টেস্টে সিরিজে ২-০ তে হোয়াইটওয়াশ হওয়ার পর প্রথম দুই টি-টোয়েন্টিতেও হেরেছে টাইগাররা। এবার ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণেও হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কায় নাজমুল হোসেন শান্তর দল। হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে আজ (শনিবার) সন্ধ্যা সাড়ে ৭টায় হায়দারাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।
টানা দুই ম্যাচ হারের পর একাদশে পরিবর্তন আনতে পারে বাংলাদেশ। গত দুই ম্যাচে ব্যর্থ ওপেনার পারভেজ হোসেন ইমন। তার জায়গায় একাদশে ফিরতে পারেন তানজিদ হাসান তামিম। এছাড়াও একাদশে জায়গা হারাতে পারেন জাকের আলি অনিকও। এই উইকেটকিপার ব্যাটারও এ সিরিজে পুরোপুরি ব্যর্থ। জাকেরের জায়গায় একজন বোলার খেলাতে পারে বাংলাদেশ। কারণ গত দুই ম্যাচে বোলিংয়ে বেশ ভুগেছে তারা। তাই বোলিংয়ে অপশন বাড়াতে পারে। সেক্ষেত্রে সুযোগ মিলতে পারে রাকিবুল হাসানের। এ বাঁহাতি স্পিনারের অভিষেক হতে পারে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ তামিম, লিটন দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, রাকিবুল হাসান, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান।