ভারত-দক্ষিণ আফ্রিকার ট্রফি ভাগাভাগি
Share Now..
সদ্য শেষ হওয়া ভারত-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজে কেউ রাজার আসনে বসতে পারলো না। ট্রফি ভাগাভাগি করে নিতে হয়েছে। প্রথম দুই ম্যাচে দাপট দেখিয়েছে দক্ষিণ প্রেটিয়ারা, আর পরের দুই ম্যাচে টিম ইন্ডিয়া। শেষ ম্যাচটি ছিল সিরিজ নির্ধারনি। কিন্তু বৃষ্টির কারণে খেলা পরিত্যক্ত করতে বাধ্য হয়েছেন ম্যাচ রেফারি।রবিবার (১৯ জুন) ব্যাঙ্গালুরুতে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান সফরকারী দলের অধিনায়ক কেশাভ মহারাজ। টসের চিত্রটা পুরো সিরিজে প্রায় একই ছিল। জিতে দক্ষিণ আফ্রিকা, আগে ব্যাটিং করে ভারত। কেবল পার্থক্য গতকাল টেম্বা বাভুমার বদলি টস করতে আসেন কেশাভ। মাত্র ২১টি বল খেলা হয়েছে। এরপরই বৃষ্টি হানা দেয়।সিরিজসেরা হয়েছেন ভুবেনেশ্বর কুমার। তিনি ৪ মাসে মোট ৬ উইকেট শিকার করেন।