ভারত-পাকিস্তান লড়াইয়ে কে এগিয়ে
আজ রবিবার (২৮ আগস্ট) বাংলাদেশ সময় রাত ৮ টায় দুবাই ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে এশিয়ার দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। দেশ দুইটির ম্যাচ মানে বাড়তি উন্মাদনা ক্রিকেটপ্রেমীদের কাছে। এমন ম্যাচ দেখার জন্য মুখিয়ে থাকে সবাই। কে সেরা এই নিয়ে কথার লড়াই চলে দুই দেশের সমর্থক থেকে শুরু করে সাবেক ক্রিকেটারদের মধ্যে। দুই দল সমানে সমানে লড়াই করলেও টি-২০ ক্রিকেটে বেশ এগিয়ে রয়েছে ভারত।
আন্তর্জাতিক টি-২০ তে মোট ৯ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। এরমধ্যে ৭ বার জয় পেয়েছে ভারত। যার মধ্যে রয়েছে ২০০৭ সালে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপের ফাইনাল। আর মাত্র ২ বার জয়ের দেখা পেয়েছে পাকিস্তান।
তবে সর্বশেষ, ২০২১ সালে টি-২০ বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারায় পাকিস্তান। ভারতের বিপক্ষে যেকোনো বিশ্বকাপে সেটিই ছিল পাকিস্তানের একমাত্র জয়।
অন্যদিকে এশিয়া কাপে এই দুই দেশ মোট মুখোমুখি হয়েছে ১৫ বার। ৮ বার জয় পেয়েছে ভারত আর পকিস্তান ৫ বার। পরিত্যক্ত হয় ২টি ম্যাচ। ২০১৬ সালে সর্বশেষ এশিয়া কাপে পাকিস্তানকে ৫ উইকেটে হারায় ভারত।
দুই দেশের মুখোমুখি দেখায় টি-২০ তে রান তোলায় সবার চেয়ে এগিয়ে বিরাট কোহলি। আর তার পরেই অবস্থান পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিকের।
সর্বশেষ দুই দেশের লড়াইয়ে ১০ উইকেটের বড় জয় পাওয়ায় বেশ আত্নবিশ্বাসী থাকবে পকিস্তান। তবে দুই দলকেই মাঠে নামতে হবে তাদের সেরা পেস বোলার ছাড়া। ইনজুরির কারণে খেলতে পারবেন না শাহীন আফ্রিদি, অন্যদিকে ভারতের যশপ্রীত বুমরা। তাই মাঠের খেলায় কে জিতবে কয়েক ঘণ্টা পরেই।