মহেশপুরে করোনায় আক্রান্তদের সেবায় ১০টি অক্সিজেন সিলিন্ডার দিলেন এম,পি চঞ্চল
মহেশপুর প্রতিনিধিঃ
এলাকার অসহায় মানুষের কথা চিন্তা করে মহামারী করোনায় আক্রান্ত রোগীদের সেবার জন্য ১০টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল। এমনি ভাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ ৩টি ও পৌর মেয়র আব্দুর রশিদ খান ২টি অক্সিজেন তৈরীর মেসিন করোনায় আক্রান্ত অসহায় রোগীদের সেবার জন্য দিয়েছেন।
গতকাল মঙ্গলবার সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্তরে কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ হাসিবুর সাত্তারের কাছে হস্থান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,সহকারী কমিশনার (ভূমি) আনিছুল ইসলাম, পৌর মেয়র আব্দুর রশিদ খান,নাটিমা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম মাষ্টার,জেলা পরিষদ সদস্য এম এ আসাদ,পৌর কাউন্সিলর আবুল হাসেম পাঠান,আব্দুস সালাম,প্রভাষক ওমরফারুক,ছাত্রলীগ নেতা বাবু প্রমুখ।