মহেশপুরে করোনা রোগীদের বাড়ী বাড়ী খাবার ও বিভিন্ন ফল পৌছে দিলেন এম,পি চঞ্চল
মহেশপুর প্রতিনিধিঃ
মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাড়ীতে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়া রোগীদের বিভিন্ন ধরনের খাবার ও ফল পৌছে দিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল। গতকাল শনিবার সকালে সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল দলেন নেতা কর্মীদের দিয়ে করোনা ভাইরাসে আক্রান্তদের বাড়ী বাড়ী ও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়া রোগীদের হাতে খাবার ও ফল পৌছে দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য শেখ হাসেম আলী, এম এ আসাদ, পৌর কাউন্সিলর রুহুল আমিন মিন্টু,উপজেলা ছাত্রলীগের সভাপতি শাজাহান আলী বিপাশ,সাধারণ সম্পাদক রুবেল খান,ব্যবসায়ী নিতায় চন্দ্র রক্ষিত,যুবলীগ নেতা আব্দুল কুদ্দুস,আশরাফুল আলম দোলন,আব্দুল আজিজ প্রমুখ।
সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চলের প্রাইভেট সেক্রেটারী (পিএস) সুফল চন্দ্র বিশ্বাস জানান, পৌর এলাকায় যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাড়ীতে ও বিভিন্ন এলাকা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন তাদেরকে বিভিন্ন ধরনের খাবার ও কয়েক ধরনের ফল পৌছে দেওয়া হয়েছে।
You have mentioned very interesting details! ps nice web site.Leadership