মহেশপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
\ মহেশপুর পৌর প্রতিনিধি \
যথাযোগ্য মর্যাদায় ঝিনাইদহের মহেশপুরে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস জাক জমক ভাবে পালিত হয়েছে। সকাল ৯টায় জাতীয় সংগীত শুরুর মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের অনুষ্ঠান মালা শুরু হয়। সকালে সংসদ সদস্য সালাউদ্দীন মিয়াজি, সাবেক সংসদ সদস্য নবী নেওয়াজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসন, মহেশপুর থানা পুলিশ, পৌর মেয়র, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, মহেশপুর মডেল প্রেসক্লাব, উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ, শ্রমীকলীগ, শ্রমীক ইউনিয়নসহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা জাতির জনক বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমানের স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পন করেন। পরে মহেশপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য সালাউদ্দীন মিয়াজি। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাস, সহকারী কমিশনার (ভুমি) শরিফ শাওন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তালেব, ডেপুটি কমান্ডার রবিউল আওয়াল, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার কাজি আব্দুস সাত্তার প্রমুখ। এর পুর্বে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে দলীয় নেতা কর্মীদের নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমানের স্মতি ফলকে পুষ্পস্তবক অর্পন করেন সংসদ সদস্য সালাউদ্দীন মিয়াজি।