মহেশপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

Share Now..

\ পৌর প্রতিনিধি মহেশপুর \
র্দীঘ ৬০ বছর পর ঝিনাইদহের মহেশপুরে রোববার শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নারী-পুরুষ জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠানে মন্দির প্রাঙ্গনে ভিড় জমায়। রথযাত্রা অনুষ্ঠানে মন্দির প্রাঙ্গনে বসেছে মেলা। মেলা চলবে ৭দিন ধরে। রোববার (৭ জুলাই) দুপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য সালাউদ্দীন মিয়াজী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুজা উৎযাপন কমিটির সভাপতি কনক কান্তি দাস, মহেশপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়ংজদ্দীন হামিদ, পৌর মেয়র আব্দুর রশিদ খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির কমিটির সভাপতি জয়ন্ত কুমার গাঙ্গুলী, মহেশপুর উপজেলা পুজা উৎযাপন কমিটির সভাপতি রঞ্জন কুমার মজুমদার, সাধারণ সম্পাদক প্রবীর কুমার দাস,এ্যাডঃ তুষার কান্তি রায়, পৌর কাউন্সিলর শ্যামাপদ হালদার,ষষ্টীচরণ রায় চৌধুরী, দীপংকর কুমার বিশ^াস প্রমুখ। পরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ মহেশপুর শহরের প্রধান প্রধান সড়ক ঘোরানো হয়। উল্লেখ্য স্বধীনতা যুদ্ধের সময় পাকিস্থানী পাঞ্জাবীরা মহেশপুরের রথটি আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *