মহেশপুরে সাংবাদিকদের সঙ্গে নৌকা প্রার্থীর মতবিনিময়
\ মহেশপুর পৌর প্রতিনিধি \
ঝিনাইদহের মহেশপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সদস্য মেজর জেনারেল (অব.) সালউদ্দীন মিয়াজী সাংবাদিকদের সাথে নিজ কার্যালয়ে মতবিনিময় করেছেন। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে চৌগাছা বাসস্টান্ডের নিজ কার্যালয়ে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। মহেশপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন-নৌকার প্রাথী মেজর জেনারেল (অব.) সালাউদ্দীন মিয়াজী, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম পাঠান, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুর সাত্তার, জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর কাজি আতিয়ার রহমান প্রমুখ। এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, মহেশপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক, মডেল প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন লিটন, সাধারণ সম্পাদক অসীম মোদক, প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেন, মহেশপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক দুলুসহ সকল সাংবাদিকবৃন্দ।