মুক্তির পরই ঝড় তুলল কোরীয় ছবি ‘হিটম্যান ২’

Share Now..

অ্যাকশন-কমেডি ঘরানার সিনেমা নির্মাণে সিদ্ধহস্ত কোরীয় নির্মাতা। গত কয়েক বছরে এই ধারার বেশ কয়েকটি সিনেমা ব্যবসাসফল হয়েছিল। তেমনই একটি সিনেমা ‘হিটম্যান: এজেন্ট জুন’। এবার এসেছে ২০২০ সালে মুক্তি পাওয়া এই সিনেমার সিকুয়েল ‘হিটম্যান ২’। গত ২২ জানুয়ারি মুক্তির পরই বক্স অফিসে ঝড় তুলেছে ছবিটি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ভ্যারাইটির এক প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তির পর থেকেই কোরীয় বক্স অফিসের শীর্ষে ছিল ‘হিটম্যান ২’। এখন ছবিটি শীর্ষস্থান হারালেও এর মধ্যেই যথেষ্ট ব্যবসা করেছে। ২৯ জানুয়ারি মুক্তির অষ্টম দিনে ছবিটি দেখেন ১০ লাখ দর্শক, বছরের প্রথম কোরীয় সিনেমা হিসেবে এ রেকর্ড গড়ল ‘হিটম্যান ২’। ২ ফেব্রুয়ারি মুক্তির ১৩তম দিনে এ সংখ্যা দাঁড়ায় ২০ লাখ। প্রথম কিস্তির মতো এ ছবিও নির্মাণ করেছেন চোই উন-সুব। ‘হিটম্যান ২’তে অভিনয় করেছেন কোন সাং-উ, জুন জুন-হো, হাওয়ং উ-সিউল-হে।

ছবির গল্প জুনকে (কোন সাং-উ) নিয়ে। সে কার্টুনশিল্পী। এবারের পর্বে দেখা যাবে শিল্পী হিসেবে সে বেশ যশখ্যাতি পেয়েছে। কিন্তু মুশকিল হয় তার কার্টুন অনুসরণ করে সন্ত্রাসী হামলার পর। গোয়েন্দা সংস্থা ভাবে, এসব ঘটনার পেছনে জুনের হাত আছে! প্রথম কিস্তির ব্যাপক সাফল্যের পর দ্রুতই আসে সিকুয়েলের ঘোষণা। ২০২৩ সালের ২ জুন শুরু হয় শুটিং, শেষ হয় সে বছরের সেপ্টেম্বরে।

নির্মাতা চোই উন-সুব জানান, এবারের সিনেমাটি আগের চেয়ে বড় পরিসরে নির্মাণ করেছেন তারা। গত সপ্তাহে সিউলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এবারের ক্যানভাস সব অর্থেই অনেক বড়। এবার আমরা অ্যানিমেশনে বৈচিত্র্য এনেছি। অ্যাকশন, শিল্পনির্দেশনাসহ সব বিভাগেই আমরা বৈচিত্র্য এনেছি।’

কোরিয়ার প্রেক্ষাগৃহে এখনো রমরমিয়ে চলছে সিনেমাটি। শেষ পর্যন্ত ‘হিটম্যান ২’ বক্স অফিস থেকে কত আয় করে, সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *