যশোরের মণিরামপুরে ধানবোঝাই ট্রাক উল্টে ৮ শ্রমিক আহত
এস আর নিরব যশোরঃ
যশোরের মণিরামপুরে ধানবোঝাই একটি ট্রাক উল্টে রাস্তার পাশে পড়ে ৮ শ্রমিক আহত হয়েছে।সোমবার (৪ এপ্রিল) বিকেলে মণিরামপুর-ঝিকরগাছা সড়কের টেংরামারী বাজার সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে আনেন।
তারা হলেন, মণিরামপুরের মোহনপুর এলাকার সুজন দাস ও কালিপদ দাস, শ্যামকুড় বুজতলা এলাকার আসাদুজ্জামান আসাদ এবং চুকনগরের মাগুরঘোনা এলাকার সঞ্জয় সরকার।
স্থানীয় ব্যবসায়ী ফয়েজ উদ্দিন বলেন, সোমবার বিকেল ৩টার দিকে ধানবোঝাই একটি ট্রাক দ্রুত গতিতে ঝিকরগাছা থেকে মণিরামপুর বাজারের দিকে আসছিলো। ট্রাকটি টেংরামারী আহলে হাদীস জামে মসজিদের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল ও ভ্যানগাড়ি সামনে পড়ে। এসময় ভ্যান ও মোটরসাইকেল সাইড দিতে গিয়ে রাস্তার পাশে ট্রাকটি উল্টে পড়ে। এতে ট্রাকে থাকা ৮ জন শ্রমিকই চাপা পড়েন।
ফয়েজ উদ্দিন বলেন, আমরা টেনেটুনে সবাইকে উদ্ধার করেছি। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে ৪ জনতে মণিরামপুর হাসপাতালে নিয়ে গেছে।
উদ্ধার কাজে অংশ নেয়া মণিরামপুর ফায়ার সার্ভিসের কর্মী আকাশ বলেন, ট্রাকের নিচে শ্রমিকরা আটকা পড়ার খবর শুনে আমরা দ্রুত ঘটনাস্থলে যেয়ে ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে এনেছি। আহতদের কারও আঘাত গুরুতর নয়।