যশোরের শার্শায় ফেনসিডিলসহ একাধিক মাদক মামলার নারী মাদক ব্যবসায়ী আটক
Share Now..
এস আর নিরব যশোরঃ
যশোরের শার্শায় ১৮ বোতল ফেনসিডিল সহ তানিয়া খাতুন (৩৭) নামে একাধিক মাদক মামলার আসামিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোর। সোমবার (০৭ মার্চ) রাতে উপজেলার বাগ আঁচড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক তানিয়া শার্শা উপজেলার বাগ আঁচড়া দক্ষিণ পাড়ার নজরুল ইসলাম নজুর স্ত্রী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মাদক বেচাকেনার গোপন খবরে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোর এর একটি টিম আসামির বসতঘরে অভিযান চালিয়ে ১৮ বোতল ফেনসিডিল সহ তাকে আটক করে।
এ সংক্রান্তে পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান বাদী হয়ে আসামীর বিরুদ্ধে শার্শা থানায় মামলা দায়ের করেছেন বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।