যশোরের শার্শায় ১৬৫ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Share Now..

এস আর নিরব যশোরঃ
যশোরের শার্শায় ১ শত ৬৫ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ। যশোর জেলার সীমান্তবর্তী এলাকায়
মাদকের ভয়াবহতা দিন দিন বেড়েই চলেছে । আর তাই সীমান্তবর্তী যশোর জেলায় মাদকের চোরাচালান পূর্বের থেকে অনেক বেশি বেড়ে গিয়েছে এবং প্রতিদিন যশোর জেলার বিভিন্ন উপজেলায় একযোগে পরিচালিত বিশেষ অভিযান এবং উদ্ধার হচ্ছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য।

৮ই ফেব্রুয়ারি মঙ্গলবার আনুমানিক আটটায় যশোর জেলার শার্শা থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় ফোর্সদের নিয়ে শার্শা থানাধীন বেনাপোল টু যশোর গামী মহাসড়কের উত্তর পাশে শার্শা বাজারের যাত্রী ছাউনীর সামনে পাকা রাস্তার উপর হতে ১৬৫ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল ও একটি ইজিবাইক এবং একটি মোবাইল সেটসহ তালতলি গ্রামের মৃত জামশের – এর ছেলে মোঃ রাশেদ (৪৫) ও মোঃ জামশের-এর ছেলে রেসত রহমান শিমন (২০) এবং ভবের বেড়( মধ্যপাড়া) গ্রামের মৃত বাবর আলী মোড়ল -এর ছেলে মোঃ তৈয়েব মোড়ল (৫৬) কে
গ্রেফতার করেন।
এ সংক্রান্ত বিষয়ে মাদকদ্রব্য চোরাচালান ও নিয়ন্ত্রণ আইনের আওতায় শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *