যশোরে র্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
Share Now..
এস আর নিরব যশোরঃ
যশোরে র্যাবের অভিযানে এক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার হয়েছে। মঙ্গলবার সকাল দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার মনোহরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সাজাপ্রাপ্ত আসামি সজল যশোর নতুন উপশহর সি ব্লক এলাকার আশার ছেলে। র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান জানান, সজল একটি হত্যা চেষ্টা মামলার সাজাপ্রাপ্ত আসামি। আদালত তাকে তিন মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। দীর্ঘদিন পালিয়ে ছিল সে। খবর পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়।