রাশিয়া-ইউক্রেনের মধ্যে ৫০ বন্দি বিনিময়
চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরু হয়। এরপর সেপ্টেম্বর মাসে দুই দেশের মধ্যে যুদ্ধবন্দি বিনিময় শুরু হয়। সেই ধারাবাহিকতায় শনিবার (২৯ অক্টোবর) রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ৫০ জন বন্দি বিনিময় হয়েছে। মস্কো ও কিয়েভের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানায় রয়টার্স।ইউক্রেনের সামরিক গোয়েন্দা অধিদপ্তর জানিয়েছে, রাশিয়ার ফিরিয়ে দেওয়া ৫২ জন বন্দির মধ্যে সেনা, নাবিক, সীমান্তরক্ষী, ন্যাশনাল গার্ড সদস্য ও চিকিৎসক রয়েছেন।ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, গত মার্চ থেকে মোট এক হাজার ৩১ জন বন্দিকে মুক্তি দিয়েছে রাশিয়া।
এক ভিডিও বার্তায় জেলেনস্কি জানান, যারা রাশিয়ায় ও এর অধিকৃত অঞ্চলে বন্দি অবস্থায় রয়েছেন, তাদের সবাইকে তারা স্মরণ করেন। তাদের প্রত্যেককে ফিরিয়ে আনার জন্য তারা যথাসাধ্য চেষ্টা করবেন।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আলোচনার পর ইউক্রেন ৫০ জন যুদ্ধবন্দিকে হস্তান্তর করেছে।
Explore new worlds and become a gaming legend Lucky Cola