রিকশাচালককে জুতাপেটা করলেন নারী আইনজীবী, ভিডিও ভাইরাল
যশোরে এক নারী আইনজীবীর বিরুদ্ধে তুচ্ছ ঘটনায় রিকশাচালককে মারধর ও জুতাপেটা করার অভিযোগ উঠেছে। রোববার (৭ মে) দুপুরে যশোর আদালতের সামনে এ ঘটনা ঘটে। মারধরের ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়। অভিযুক্ত আইনজীবীর নাম আরতি রাণী ঘোষ। তিনি শহরের আম্বিকা বসু লেনের মৃত নীলরতন ঘোষের স্ত্রী। ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত ওই নারী আইনজীবী এক রিকশাচালককে রিকশা থেকে নামিয়ে একের পর এক চড় মারছেন। ওই আইনজীবীকে রিকশাচালকের লাইসেন্স বাতিল করার হুমকি দিতেও দেখা যায়। এ সময় রিকশাচালক হাত জোর করে মাফ চান। রিকশাচালকের বার বার আকুতি-মিনতির পরও ওই আইনজীবী আরও চড়াও হয়ে এলোপাতাড়ি চড় মারতে থাকে। পথচারীরা তাকে থামানোর চেষ্টা করেও ব্যর্থ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী আইনজীবী রিকশাচালককে জুতাপেটাও করেছেন। তারা এ ঘটনার প্রতিবাদ করলেও রিকশাচালককে চড়-থাপ্পড় মেরেই যাচ্ছিলেন। একপর্যায়ে এক নারী এগিয়ে এসে প্রতিবাদ করলে তিনি ক্ষান্ত হন। পরে ওই রিকশাচালক সেখান থেকে চলে যান।
অভিযুক্ত আইনজীবী আরতি রানী ঘোষ বলেন, সড়ক অতিক্রম করার সময় ওই রিকশাচালক তাকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গিয়ে আহত হন। এ কারণে তিনি তাকে মারধর করেন।
যশোর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. ইসহাক বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। ওই আইনজীবীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
Dive into the most thrilling online gaming experiences! Lucky Cola
Your journey to greatness starts here—play now! Lucky Cola
Gear up for an action-packed gaming experience! Lucky Cola