শৈলকুপায় সংঘর্ষে ক্ষতিগ্রস্থ নাদপাড়া গ্রাম পরিদর্শন করলেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ

Share Now..

\ বিশেষ প্রতিনিধি শৈলকুপা \
ঝিনাইদহের শৈলকুপার নাদপাড়া যুব মিলন মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি নিয়ে গত ১২ জানুয়ারী ঘটে যাওয়া সংঘর্ষে ক্ষতিগ্রস্থ ঘরবাড়ি পরিদর্শন ও এলাকার সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেছেন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। কোন অপ্রীতিকর ঘটনা যেন পুনরায় না ঘটে সে বিষয়ে সবাইকে শান্ত থাকার আহŸান জানিয়েছে নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হুমায়ুন বাবর ফিরোজ, উপজেলা বিএনপির সহ-সভাপতি রাকিবুল হাসান খান দিপু, সিনিয়র যুগ্ম সম্পাদক বাবুল হোসেন মোল্লা, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ইশারত হোসেন খোকন শৈলকুপা পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নজির উদ্দিন ভল্টা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এমদাদুল ইসলাম আকুল, উপজেলা ছাত্রদলের আহŸায়ক সাইদুর রহমান মিঠু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমিন বিশ্বাস, পৌর ছাত্রদল আহবায়ক ইকবাল হোসেন, পৌর ছাত্রদল সদস্য সচিব রাকিবুজ্জামান, পৌর সেচ্ছাসেবকদল আহবায়ক সাদিকুর রহমান অটুল, পৌর সেচ্ছাসেবকদল সদস্য সচিব শাহিনুর রহমান শাহিনসহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমন অপ্রীতিকর ঘটনা খুবই দঃখজনক। জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগের লোকজন বাড়িঘর ও নিরীহ মানুষের উপর যে তান্ডব চালিয়েছে তা মেনে নেয়া যায় না। আমি আমাদের নেতাকর্মীদের ডেকে নিয়ে শান্ত থাকার অনুরোধ জানিয়েছি। আর যাতে কোন নতুন অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *