শৈলকুপার অবহেলিত স্বরুপনগর ও কমলনগর গ্রামের বাসিন্দারা ৫০ বছরেও পাকা রাস্তার মুখ দেখেনি

Share Now..

শৈলকুপ প্রতিনিধি ঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ১০ নং বগুড়া ইউনিয়নের স্বরুপনগর ও কমলনগর গ্রাম অবহেলিত অবস্থায় পড়ে আছে। উপজেলার অবহেলিত এই দুই গ্রামের বাসিন্দারা ৫০ বছরেও পাকা রাস্তার মুখ দেখেনি।
সরেজমিনে দেখা যায়, উপজেলার এই দুটো গ্রামের মানুষের একমাত্র রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এ গ্রাম দুটোর প্রধান সড়ক কাচা ও বর্ষা মৌসুম হওয়ায় সাধারণ মানুষেরা চলাফেরা করতে পারছে না।পুরা রাস্তা জুড়েই কাদাপানিতে থৈ থৈ করছে। বর্তমান রাস্তার এমন হাল যে পায়ে হেটেও চলাচলের অবস্থা নেই। দীর্ঘদিন ধরে কোন সংষ্কার কাজ না হওয়ায় রাস্তাটি সাধারণ মানুষের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছ্।েগ্রামদুটোতে প্রায় ২ হাজারের মত লোকের বসবাস।বাজারে মালামাল নিয়ে যাওয়ার মত কোন অবস্থা নেই আর এভাবেই চলছে তাদের প্রতিদিনের জীবন-জিবিকা।
স্বরুপনগর গ্রামের বাসিন্দা রতন মন্ডল বলেন, রাস্তা ঘাট না থাকায় আমরা খুব কষ্টে জীবন যাপন করছি। বর্ষাকালে পায়ে হেটে চলার মত অবস্থা থাকে না। এই গ্রামের প্রধান সড়ক দিয়ে চলাচল করা একেবারেই অসম্ভব হয়ে উঠেছে। আমাদের এই গ্রামে প্রায় ১হাজার থেকে ১২ শত মানুষের বসবাস। একজন মানুষ অসুস্থ হলেও তার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার মত কোন অবস্থা নেই। বিশেষ করে গর্ভবতী মহিলাদের নিয়ে অভিভাবকদের খুবই কষ্ট পেতে হয়। এর আগে প্রয়োজনীয় সেবা সময়মত না পাওয়ায় অনেক মৃত্যুর ঘটনা ঘটেছে।
কমলনগর গ্রামের রমেন মন্ডল বলেন, বাপ- দাদার আমল থেকে আমরা কোন পাকা রাস্তা দেখিনি বর্ষা মৌসুম আসলে আমাদের কষ্টের সীমা থাকে না।রাস্তা দেখলে মনে হয় রাস্তাতো নয় এযেন ধান লাগানো জমি। আমাদের এইগ্রামে ৮শত মত মানুষের বসবাস। রাস্তার জন্য চেয়ারম্যান ও এমপির বলেও ৫০ বছরেও কোন কাজ হয়নি।
উপজেলা শহরের সাথে যোগাযোগ করা সাধারণ মানুষের জন্য দূর্বিসহ হয়ে উঠেছে। কোন মালামাল নিয়ে বাজারে যাওয়া তো দুরের কথা পায়ে হেটে যাওয়াও সম্ভব হয়ে উঠে না। এই দুই গ্রাম মিলে ২ হাজার এর মত মানুষের বসবাস।
শৈলকুপা এলজিইডির প্রকৌশলী রওশন হাবীব বলেন, বর্তমান রাস্তার নতুন কোন কাজ হচ্ছে না। পরবর্তীতে এই দুই গ্রামের রাস্তার কাজ যাতে হয় সেই ব্যাপারে আমরা নজর দিব।
এব্যাপারে উক্ত ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম বলেন,ইতিমধ্যে রাস্তার কিছুটা কাজ হয়েছ্ েআমরা এমপি সাহেবের মাধ্যমে বাদবাকী রাস্তার কাজের জন্য তদবীর তাগাদা করছি। আশা করি অল্পদিনের মধ্যেই কাজ শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *