শৈলকুপায় জাতীয় যুব দিবস ২০২২ পালিত

Share Now..

শৈলকুপা(ঝিনাইদহ) প্রতিনিধি ঃ

“প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে শৈলকুপায় জাতীয় যুব দিবস-২০২২ পালিত হয়েছে। মঙ্গলবার উপজেলা অডিটোরিয়ামে বেলা ১১ টার সময় এদিবস পালিত হয়েছে। এসময় বক্তারা জাতীয় যুব দিবস উপলক্ষে বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করেন সেইসাথে যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়। শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বনি আমিনের সভাপতিত্বে প্রধান বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এম আব্দুল হাকিম আহমেদ ,বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা কৃষি অফিসার আনিসুজ্জামান খান, শৈলকুপা প্রেস ক্লাবের সভাপতি এম হাসান মুসা ও সাধারণ সম্পাদক শাহীন আক্তার পলাশসহ সরকারী কর্মকর্তারা এবং বিভিন্ন জায়গা থেকে আগত যুবক ও যুবতীরা।
উল্লেখ্য উক্ত অনুষ্ঠানে ৭২ জনের মধ্যে সর্বমোট ১৭ লক্ষ ১০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়, এসময় পরিবার ভিত্তিক ঋণ ৩৫ জন এবং আত্ম-কর্মসংস্থান ভিত্তিক ঋণ দেওয়া হয় ৩৭ জনকে ।পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।

One thought on “শৈলকুপায় জাতীয় যুব দিবস ২০২২ পালিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *