শৈলকুপায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর
নির্বাচনী কার্যালয় ভাংচুর

Share Now..


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহের শৈলকুপার নিত্যানন্দনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে। নৌকা মার্কার প্রার্থীর লোকজন এই হামলার নেতৃত্ব দেন বলে স্বতন্ত্র প্রার্থী অভিযোগ করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শৈলকুপার শেখরা বাজারে এই হামলার ঘটনা ঘটে। হামলায় কার্যালয়ের চেয়ার টেবিল ও প্রচার মাইক ভাংচুর করা হয়। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফারুক হোসেন অভিযোগ করেন, বৃহস্পতিবার আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী মফিজুল ইসলামের সমর্থকরা শেখরা বাজারে তার নির্বাচনী কার্যালয়ে হামলা চালিয়ে অফিসের শতাধিক চেয়ার ও কয়েকটি টেবিল ভাংচুর করে। এ সময় তার কয়েকজন সমর্থক আহত হন বলে তিনি জানান। এদিকে নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী মফিজুল ইসলাম অভিযোগ খন্ডন করে বলেন, তার কোন সমর্থক স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ে হামলা চালায়নি। স্বতন্ত্র প্রার্থী মিথ্যা অভিযোগ করছেন। শৈলকুপা থানার ওসি (তদন্ত) মহসিন হোসেন শুক্রবার বিকালে জানান, ওই ইউনিয়নে বহিরাগতদের আনাগোনার কারনে পরিবেশ অশান্ত হয়ে উঠছে। শেখরা বাজারে একটি নির্বাচনী কার্যালয় ভাংচুরের ঘটনায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি তাদের নিয়ন্ত্রনে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *