সীমান্তে এলো মরদেহ, দেখলো স্বজনরা \ প্রশংসায় ভাসছে বিজিবি-বিএসএফ

Share Now..

\ চুয়াডাঙ্গা প্রতিনিধি \
ভারতীয় এক আতœীয়ের মরদেহ দেখার সুযোগ পেয়েছেন বাংলাদেশী স্বজনরা। এ মানবিক উদ্যোগ নেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। চুয়াডাঙ্গার জীবননগরে সীমান্তবর্তী ভারতে বসবাসরত সরুকজানের (৬০) মরদেহ বাংলাদেশে অবস্থানরত তার বোনসহ নিকট আতœীয়কে দেখালো বিএসএফ। মঙ্গলবার (২০ ফেব্রæয়ারী) দুপুর ১২টার দিকে ৫৮ বিজিবি এবং ৫৪ বিএসএফের তত্ত¡াবধানে সীমান্ত পিলার ৬৮/১২-টি হতে ভারতের ১০০ গজ ভেতরে মরদেহ স্বজনদের দেখানো হয়। জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়াশপুর সীমান্তবর্তী ভারতের বাগানপাড়ায় বসবাসরত আজিবারের স্ত্রী সরুকজান (৬০) বাধক্যজনিত কারণে মারা যায়। মৃত্যুর খবর পেয়ে এ দেশের স্বজনরা মরদেহ দেখতে বিজিবির কাছে আবেদন করেন। বিজিবি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করে সাড়া পায়। পরে পতাকা বৈঠকের মাধ্যমে ৫৮ বিজিবি এবং ৫৪ বিএসএফের তত্ত¡াবধানে সীমান্ত পিলার ৬৮/১২-টি হতে ভারতের ১০০ গজ ভেতরে মরদেহ রেখে স্বজনদের দেখানোর ব্যবস্থা করা হয়।
পারিবারিক সুত্রে জানা যায়, ভারতের নদীয়া জেলার কৃষ্ণগ›ঞ্জ থানার বানপুর বাগানপাড়া এলাকার আজিবারের স্ত্রী
সরুকজান বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার (২০ ফেব্রæয়ারি) ভোরে মারা যান। তার ভাই-বোন এবং নিকট আতœীয়রা বাংলাদেশে অবস্থান করছিলেন। তারা শেষবারের মতো মরদেহ দেখতে বিজিবি’র মাধ্যমে বিএসএফের নিকট আবেদন করেন। পরে বিজিবি-বিএসএফের উপস্থিতিতে তাদের মরদেহ দেখানো হয়। এসময় দুই দেশের আতœীয় স্বজনদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠে। পরে মরদেহ দাফনের উদ্দেশ্যে ভারতে নিয়ে যাওয়া হয় এবং বাংলাদেশি জনগণ তাদের নিজ বাড়িতে ফিরে যায়। এই মহানুভবতায় প্রশংসায় ভাসছে বিজিবি-বিএসএফ। বিজিবি-বিএসএফ মহানুভবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে মনে করেন সুধীসমাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *