হরিণাকুÐুতে মহান বিজয় দিবস-২০২৩ উদযাপনে প্রস্তুতীমূলক সভা অনুষ্ঠিত
\ হরিণাকুÐু প্রতিনিধি \
ঝিনাইদহের হরিণাকুÐু উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন ও ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালনকল্পে প্রস্তুতী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা এর সভাপতিত্বে প্রস্তুতীমূলক সভায় প্রধান অতিথি ও উপদেষ্টা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন। বিশেষ অতিথি ছিলেন সদ্য যোগদানকারী থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান, পৌরসভার মেয়র মোঃ ফারুক হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা খাতুন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জামিনুর রশিদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ শরিফুল ইসলাম। ইউপি চেয়ারম্যানদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ শরাফত দৌলা ঝন্টু, মোঃ কামাল হোসেন। উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান বসির উদ্দীন, নাজমূল হুদা তুষার, আবুল কালাম আজাদ, জাহিদুল ইসলাম বাবু মিয়া। কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা উজ্জল কুমার কুন্ডু, উপজেলা শিক্ষা অফিসার এসএম আব্দুর রহমান, উপজেলা ইঞ্জিনিয়ার রকিবুল হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল বারী, যুব উন্নয়ন কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা শিউলী রাণী সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধান উপস্থিত ছিলেন। সভায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন সহ মহান বিজয় দিবস উদযাপনে নানামূখী কর্মসুচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।