২০০ বছর আগের ইস্টইন্ডিয়া কোম্পানির সীমানা পিলার উদ্ধার
Share Now..
দিনাজপুরের বিরামপুরে ১৮১৮ সালের ইস্টইন্ডিয়া কোম্পানির তৈরি একটি সীমানা পিলার উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে পিলারটি উদ্ধার করে পুলিশ।
উদ্ধারকারী কর্মকর্তা থানার এসআই তুহিন বাবু জানান, পৌর এলাকার জোলাগাড়ী গ্রামের লুৎফর রহমানের পুকুরে মাছ ধরতে গিয়ে জেলেরা বস্তায় মোড়ানো একটি সিমানা পিলার তুলে আনে। খবর পেয়ে পুলিশ পরিত্যক্ত অবস্থায় ওই সীমানা পিলার উদ্ধার করেছে। পিলারের গায়ে ইংরেজিতে ১৮১৮ সন এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি লেখা আছে।
বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, প্রাচীন প্রত্নতত্ব হিসেবে উদ্ধার করা তামার তৈরি সীমানা পিলারের বিষয়ে থানায় সাধারণ ডাইরি করা হয়েছে।