যশোরে মাটিবোঝাই ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত
Share Now..
এস আর নিরব যশোরঃ
যশোর-নড়াইল সড়কের ভায়না দোরাস্তা মোড়ে মাটিবোঝাই ট্রাকের ধাক্কায় বিমল রায় (৬০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত বিমল বাঘারপাড়া উপজেলার শুকদেরপুর গ্রামের বাসিন্দা।
নিহতের ছেলে শ্যামল রায় জানান, যশোর-নড়াইল সড়কের ভায়না দোরাস্তা মোড় থেকে তার বাবা বাড়িতে ফিরছিলেন। এ সময় দ্রুতগতির মাটিবোঝাই ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী বিদ্যুত নামে এক ব্যক্তি জানান, ঘটনাস্থলেই ওই ব্যক্তি মারা গেছেন। ঘটনার পরই ঘাতক ট্রাক চালক পালিয়ে যান।
এ বিষয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মুরসানিলুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই বিমল রায়ের মৃত্যু হয়েছে।