শৈলকুপায় দরিদ্র মহিলাদের পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত
শৈলকুপা প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপায় দরিদ্র্র মহিলাদের জন্য সমম্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের দিনব্যাপী প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পল্লী-উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আয়োজনে মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্টিত হয়। কর্মশালা উপলক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতিমা লিজার সভাপতিত্বে¡ প্রধান অতিথি হিসেবে জুম মিটিং এ অংশগ্রহন করে বিআরডিবির ভারপ্রাপ্ত মহাপরিচালক এস এম মাসুদুর রহমান এছাড়াও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে শৈলকুপা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু, সহকারী কমিশনার(ভূমি) বনি আমিন, জেলা বিআরডিবির উপপরিচালক আরিফুল ইসলাম,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার কামরুল হাসান,উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ড.মামুন সহ অন্যান্যরা ।
পরে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় অতিথিরা দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।