নতুন ফরম্যাটে ১০ ওভারের টুর্নামেন্ট

Share Now..


সময় যত এগোচ্ছে ততই ছোট হয়ে আসছে ক্রিকেটের দৈর্ঘ্য। আন্তর্জাতিকভাবে না হলেও ফ্রাঞ্চাইজি ক্রিকেটে এখন ১০ ওভারের ম্যাচ দেখা যায় নিয়মিত। সেই ১০ ওভারেরই যৌথ উদ্যোগে নতুন এক ফরম্যাট চালু করছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)। ২৪ থেকে ২৮ আগস্ট অনুষ্ঠিত হতে টুর্নামেন্টটির নাম দেওয়া হয়েছে ‘দ্য সিক্সটি’।৬০ বলের টুর্নামেন্ট হলেও ক্রিকেটের সচরাচর নিয়মের চেয়ে তাতে বেশ কিছু উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে—দশের বদলে এখানে প্রতিটি ব্যাটিং দল ছয়টি উইকেট পাবে, পাওয়ার প্লের প্রথম দুই ওভারে দুইটি ছয় মারলে ব্যাটিং দল আরেকটি ওভার পাওয়ার প্লে নিতে পারবে, ওভার শেষে প্রান্ত বদলের পরিবর্তে একটি প্রান্ত থেকে টানা পাঁচ ওভার বোলিং করতে হবে ফিল্ডিং দলকে, যদি ফিল্ডিং দল ৪৫ মিনিটের ভেতর ১০ ওভারের কোটা পূরণ করতে না পারে তাহলে শেষ ছয় বলে একজন ফিল্ডার কম নিয়ে খেলতে হবে, অ্যাপ বা ওয়েবাসাইটের ‘মিস্ট্রি ফ্রি হিটের’ জন্য ভোট দিতে পারবেন সমর্থকরা।সিপিএলের ছয়টি পুরুষ দল ও তিনটি নারী দল অংশ নিবে এই টুর্নামেন্টে। শুভেচ্ছাদূত হিসেবে থাকছেন ইউনিভার্স বস খ্যাত ক্রিস গেইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *