মহেশপুরে সাইকেল চুরির অপবাদে পুতা ছেলেকে পেটানোর সময় বৃদ্ধ দাদা কেউ পিটিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে

Share Now..

মহেশপুর প্রতিনিধিঃ
পুতা ছেলেকে সাইকেল চুরির অপবাদে গরুর মত পেটানোর সময় বৃদ্ধ দাদা হোসেন আলী (৭০) ঠেকাতে গেলে তাকেও পিটিয়ে আহত করা হয়। প্রতিবেশীরা আহত অবস্থায় বৃদ্ধ হোসেন আলীকে মহেশপুর হাসপাতালে ভর্তী করে। এ ঘটনাটি ঘটেছে শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত বর্তী মাইলবাড়ীয়া গ্রামে।
এঘটনায় বৃদ্ধ হোসেন আলীর ছেলে নুর আলম বাদি হয়ে মহেশপুর থানায় ৫ জনকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আহত হোসেন আলী জানান, আমার পুতা ছেলে আজানুর রহমানকে মিথ্যা সাইকেল চুরির অপবাদে মাইলবাড়ীয়া কিল্ডার গার্ডেন স্কুলে নিয়ে এলাকার মেহেদী,রফিকুল,হারুন আর রশিদ,আব্দুল হামিদ ও মহি পেটাতে থাকে। আমি আমার পুতা ছেলেকে গরুর মত পেটানো দেখতে না পেরে ঠেকাতে গেলে তারা আমাকে,ছেলে জাহাঙ্গীর, বৌমা আকলিমাকেও মারপিট করে।
থানার এস আই আলীমুজ্জামান জানান, অভিযোগটি তদন্ত করে দেখবো। তার পর আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *