র‌্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শংকরপুরের বিল্লাল গ্রেফতার

Share Now..

এস আর নিরব যশোরঃ
র‌্যাব-৬ যশোরের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কুখ্যাত মাদক ব্যবসায়ী বিল্লাল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাত ১০টায় নড়াইল সদর উপজেলার বৌ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আসামি বিল্লাল হোসেন যশোর শহরের শংকরপুর ইসহক সড়কের মৃত সোবহান উদ্দিন ভূইয়ার ছেলে। বৃহস্পতিবার সকাল ১০ টায় র‌্যাব-৬ যশোরের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার এম.নাজিউর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ সম্মেলণে র‌্যাব জানায়, ২০১১ সালে অক্টোবরে গোপালগঞ্জ থেকে এক হাজার ২২ পিছ ইয়াবাসহ আটক হয়। এঘটনায় সদর থানায় মামলা করে ডিবি পুলিশ। ওই মামলায় ২০২২ সালের ২৬ জুলাই গোপালগঞ্জ অতিরিক্ত দায়রা জজ আদালত শামীমকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দেন। এরআগে জামিনে মুক্তি পেয়ে বিল্লাল আত্মগোপনে চলে যায়। বিভিন্ন জেলায় পালিয়ে বেড়ায়। পলাতক থাকায় আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে। ওই ওয়ারেন্ট এর কপি যশোর র‌্যাবের হাতে আসায় তারা গোপনে গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরমাঝে খবর পান বিল্লাল নড়াইলে অবস্থান করছেন। সেখানে একটি ভাংড়ি মালামাল বিক্রির আড়ালে একই ভাবে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। তার প্রেক্ষিতে বুধবার রাতে র‌্যাব ক্রেতা সেজে বিল্লালের দোকানে যেয়ে আটক করে। র‌্যাব আরও জানায়, বিল্লালকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *