মেয়েকে চিকিৎসা করাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় স্বামী স্ত্রী নিহত

Share Now..


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
মেয়ে সাথী খাতুনকে আর চিকিৎসা করানো হলো না ছাবদার আলী ও তার স্ত্রী পারভিনা খাতুনের। মঙ্গলবার মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় স্বামী স্ত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন মেয়ে সাথী খাতুন (২৫), নাতি ছেলে স্বাধীন (৬) ও ভ্যান চালক আব্দুল করিম (৩৪)। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ৬ টার দিকে ঝিনাইদহ-যশোর মহা সড়কের কালীগঞ্জ শহরের মোবারকগঞ্জ চিনিকলের সামনে। নিহত ছাবদার আলী (৫০) ও তার স্ত্রী পারভিনা খাতুন (৪৫) ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামের বাসিন্দা। পুলিশ ও প্রত্যাক্ষদর্শী সুত্রে জানা গেছে, ছাবদার আলী ও তার স্ত্রী পারভীনা বেগম মেয়ে সাথী খাতুনের চিকিৎসার জন্য অটো ভ্যানযোগে যশোর যাচ্ছিলেন। তারা কালীগঞ্জ শহরের মোচিকের সামনে এসে পৌছালে মাছ বোঝাই একটি পিকআপ তাদের চাপা দেয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন স্ত্রী পারভীনা খাতুন। আশংকাজনক অবস্থায় যশোরে নেওয়ার পথে মারা যান স্বামী ছাবদার আলী। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় মেয়ে সাথী খাতুন, নাতি ছেলে স্বাধীন ও ভ্যান চালক আব্দুল করিমকে। কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক ইকবাল কবির জানান, মঙ্গলবার ফজরের নামায পড়ে মেয়েকে যশোরে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বের হন। পথিমধ্যে কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকলের সামনে পৌছালে পিছনের দিক থেকে আসা মাছ বোঝাই পিকআপ ভ্যান যাত্রীবাহী ভ্যানটিকে ধাক্কা দিলে এই হতাহতের দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের ড্রাইভার পালিয়ে যায়। এদিকে ছাবদার আলী ও তার স্ত্রী পারভিনা খাতুনের মৃত্যুর খবর বিষয়খালী গ্রামে পৌছালে শোকের ছায়া নেমে আসে। কালীগঞ্জ দমকল বাহিনীর সদস্যরা স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *