যশোরে ২৪ ঘন্টায় করোনা ও করোনার উপসর্গে ১৭ জনের মৃত্যু

Share Now..

যশোর জেলা প্রতিনিধিঃ

যশোর জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরো ১৭ জন মারা গেছেন। গত ২৪ ঘন্টায় তারা মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ।

তিনি জানান, মারা যাওয়াদের মধ্যে সাতজন করোনা আক্রান্ত হয়ে যশোর জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডের রেড জোনে ভর্তি ছিলেন। বাকি ১০ জনের করোনা উপসর্গ থাকায় ইউলো জোনে চিকিৎসা দেয়া হচ্ছিলো।

তিনি আরো জানান, বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের রেড জোনে ১২১ জন ভর্তি রয়েছে।

এদিকে, জেলা সিভিল সার্জন অফিস থেকে জানানো হয়েছে, জেলায় গত ২৪ ঘণ্টায় ৫৭২ জনের নমুনা পরীক্ষা করে ১৯৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৩ হাজার ২৩২ জনে।

একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ জন। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা একলাফে বেড়ে দাঁড়ালো ১৬৯ জনে।

গত ২৪ ঘণ্টায় যশোর সদর উপজেলায় ৮৫ জন, কেশবপুরে ০৬ জন, ঝিকরগাছায় ৩২ জন, অভয়নগরে ৪৭ জন, মনিরামপুরে ০৩ জন, বাঘারপাড়ায় ০৯ জন, শার্শায় ০৩ জন ও চৌগাছায় ১০ জনের করোনা শনাক্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *