ভারত মহাসাগরে জাহাজে ড্রোন হামলা

Share Now..

ভারত মহাসাগরে একটি বাণিজ্য জাহাজে শনিবার ড্রোন হামলা করা হয়েছে। হামলার কারণে জাহাজটিতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে একটি মেরিটাইম এজেন্সির বরাতে জানিয়েছে এনডিটিভি।

আরেকটি মেরিটাইম এজেন্সির বরাত দিয়ে সংস্থা এএফপি জানিয়েছে, লাইবেরিয়ার পতাকাবাহী ট্যাংকারটি ইসরায়েলি মালিকানার ছিল।

ব্রিটিশ সামরিক বাহিনীর ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস ও মেরিটাইম সিকিউরিটি ফার্ম অ্যামব্রে-এর মতে, ভারতের উপকূলে দাবিহীন হামলার কারণে জাহাজের বোর্ডে আগুন লেগেছে। লাইবেরিয়ার পতাকাবাহী রাসায়নিক অথবা পণ্যবাহী ট্যাংকারটি ইসরায়েলি মালিকানার ছিল।

ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস বলেছে, আনক্রুড এরিয়াল সিস্টেম ব্যবহার করে হামলাটি চালানো হয়েছে। কর্তৃপক্ষ এর তদন্ত করছে।

সোমবার ভারতীয় নৌবাহিনী ছিনতাইকৃত মাল্টার পতাকাবাহী কার্গো জাহাজ থেকে একজন আহত নাবিককে উদ্ধার করার কয়েকদিন পরেই ঘটনাটি ঘটে। আরব সাগরে এমভি রুয়েন নামক জাহাজে ছয়জন জলদস্যু অবৈধভাবে উঠেছিল বলে জানা গেছে।

6 thoughts on “ভারত মহাসাগরে জাহাজে ড্রোন হামলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *