টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যাল্ড দলের দায়িত্বে পোলার্ড

Share Now..

গত বছর সকল ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার ক্রিকেটার কাইরন পোলার্ড। তবে এবার নতুন এক পরিচয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা যাবে তাকে। গেল আসরের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের সহকারী কোচ হিসেবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা যাবে পোলার্ডকে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে পোলার্ডকে সহকারী কোচ হিসেবে ঘোষণা করেছেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

পোলার্ডকে নিয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে জানায়, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইংল্যান্ড পুরুষ দলের সহকারী কোচ হিসেবে যোগ দেবেন পোলার্ড এবং স্থানীয় কন্ডিশন সম্পর্কে নিজের অভিজ্ঞতা প্রদান করবেন। ওয়েস্ট ইন্ডিজের ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপ সাফল্যের অংশ ছিলেন পোলার্ড এবং এই ফরম্যাটে ৬০০-এর বেশি ম্যাচ খেলার বিপুল অভিজ্ঞতা আছে তার।’

এর আগে ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়ান্টি বিশ্বকাপ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এই ক্রিকেটার। সেই সঙ্গে বিশ্বের সব বড় বড় ফ্রাঞ্চাইজি লিগের নিয়মিত মুখ তিনি। ২০০৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় পোলার্ডের। ইন্ডিজের হয়ে ১০১ টি-টোয়েন্টি ম্যাচে ৮৩ ইনিংসে ব্যাট করে ২৫.৩০ গড়ে ১৫৬৯ রান করেন এই ব্যাটার। সেই সঙ্গে বল হাতে শিকার করেন ৪২ উইকেট। এছাড়া আইপিএলের গেল মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *