দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করল ওয়েস্ট ইন্ডিজ
প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সুযোগ ছিল হোয়াইটওয়াশ করার। শেষ ম্যাচেও দাপুটে জয়ে দক্ষিণ আফ্রিকাকে ধবলধোলাই করলো ক্যারিবিয়ানরা।
মঙ্গলবার (২৭ আগস্ট) ত্রিনিদাদে বৃষ্টির কারণে ১৩ ওভারে নেমে আসা ম্যাচে বৃষ্টি আইনে ৮ উইকেটে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। এতে ৩- ০ ব্যবধানে সিরিজ জিতলো রোভম্যান পাওয়েলের দল। টস হেরে প্রথমে ব্যাট করে ১৩ ওভারের ম্যাচে ৪ উইকেট হারিয়ে ১০৮ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের পক্ষে ১৫ বলে ৪০ রান করেন ট্রিস্টান স্টাবস। এছাড়াও রায়ান রিকেল্টনের ব্যাট থেকে আসে ২৭ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৪ রানে ২ উইকেট পান রোমারিও শেফার্ড।
১০৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ৯.২ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় ক্যারিবিয়ানরা। সাই হোপ ২৪ বলে ৪২, নিকোলাস পুরান ১৩ বলে ৩৫ আর শিমরন হেটমায়ার ১৭ বলে করেন অপরাজিত ৩১ রান।