শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত
\ শৈলকুপা প্রতিনিধি \
ঝিনাইদহের শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় পিয়াস হোসেন (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ঘটনাটি গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহা সড়কের শৈলকুপার দুধসর আশ্রয়ন প্রকল্প এলাকায়। নিহত পিয়াস উপজেলার পৌর এলাকার আউশিয়া গ্রামের জাকির বিশ^াসের ছেলে। এ সময় আহত হয় অপর মোটর সাইকেল আরোহী অনন্ত বাদালশো গ্রামের প্রফুল্ল কুমারের ছেলে পার্থ কুমার।
আউশিয়া গ্রামের নায়েব আলী বলেন, মোটরসাইকেল আরোহী পিয়াস ও পার্থ ঝিনাইদহ থেকে শৈলকুপার উদ্দেশ্যে রওনা হয়। পথের মধ্যে ঝিনাইদহ-কুষ্টিয়া মহা সড়কের দুধসর আশ্রয়ন প্রকল্প এলাকায় দ্রæত গতির ট্রাক মোটর সাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলে পিয়াস নিহত হয়। এ সময় আহত হয় পার্থ।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম চৌধূরী বলেন, ঝিনাইদহ কুষ্টিয়া মহা সড়কের দুধসর এলাকায় পিয়াস নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
Share Now..