দেবহাটায় ৫০ বছরের রাস্তা বন্ধের চক্রান্তকারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
\ সাতক্ষীরা জেলা প্রতিনিধি \
দেবহাটায় ৮ টি পরিবারের দীর্ঘ ৫০ বছর ধরে চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার পায়তারা করছে একটি মহল তাদের বিরুদ্ধে সোমবার (২৫ নভেম্বর) বেলা ১২ টায় দেবহাটা রিপোর্টার্স ক্লাবে এক সংবাদ সম্মেলন করেন। দেবহাটা উপজেলার আজিজপুর গ্রামের মৃত দারবক্স সরদারের ছেলে গোলাম রসুল লিখিত বক্তব্য তিনি বলেন, দেবহাটার আজিজপুর গ্রামে আমার বাবার সম্পত্তিতে দীর্ঘ দিন ধরে আমরা ৮ টি পরিবার বসবার করছি। আমাদের চলার জন্য ৮ ফুটের একটি রাস্তা ছিলো কিন্ত আমার পার্শবর্তী বাসিন্দা আকবর আলী ও মৃত মোছা করিমের ছেলে ফজলে মুন্সি আমাদের রাস্তাটা দখল নিতে নিতে এক পর্যায় দেড় ফুট করে ফেলে। কিন্তু সেটাও বন্ধ করে দেওয়ার জন্য তারা নতুন করে পাইতারা করতে থাকে। ইতিপূর্বে তার পেক্ষিতে গত ১৫ নভেম্বর সকাল ৮- টার দিকে রাস্তার একটি গাছের ডাল কাটাকে কেন্দ্র করে। আমার পাশর্^বর্তী বাসিন্দা মৃত মোছা করিমের ছেলে চিহ্নিত আওয়ামীলীগ কর্মী ফজলে মুন্সি, আকবার আলী, আকবারের জামাতা নজরুল ইসলাম, আকবারের মেয়ে সুফিয়া খাতুন, মাশকুরা খাতুন, আমার স্ত্রী আসমা খাতুন ও ছেলে সাকিব হাসানের উপর দেশীও অস্ত্র দিয়ে হামলা করে। পরে এলাকাবাসী তাদেরকে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়, এলাকাবাসী আমাকে খবর দিলে আমি ও এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। তারা এখনো চিকিৎসাধীন আছে। আমি প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় মামলা করলে দুইজন আসামীকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু তারা জামিনে মুক্তি পেয়ে আমাদেরকে নিয়ে নতুন করে মিথ্যে মামলা ও হয়রানি ষড়যন্ত্র করছে।
This post really helped me learn new ways to manage fatigue. A 대전 출장마사지 service has been such a big help for me. Getting a massage at home helps me recover so quickly, and I highly recommend it!